https://www.facebook.com/csrwindowbd/videos/300475014316153/
“ফার্স্ট দিন যখন সাহায্য করতে বের হই, বাসায় না বলেই বের হয়েছি। আমি শুধু জনতাম, সাহায্য করতে হবে সবাইকে।” ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ও আমাদের প্রিয় Kindness Ambassador, ঢাকার মিরপুর থেকে রোজার সাথে আজ শুনছি এত কম বয়সেও তাঁর সামাজিক কাজে এগিয়ে আসার গল্প।
সাথে আছেন সৈয়দপুর, নীলফামারী থেকে বিশিষ্ট সাংবাদিক ও CSR Window Bangladesh – এর Kindness Ambassador, মহিবুল্লাহ আকাশ। শুনব করোনাভাইরাসের বিরুদ্ধে তাঁর বিভিন্ন উদ্যোগের ও সংগ্রামের কথা।