আজ গল্প+আড্ডা+গান হচ্ছে তুহিন ইসলাম ও উম্মে সুমাইয়া (Beauty Book by Sumaya) – এর সাথে। CSR Window Bangladesh – এর দুইজন #FoodFighter হিসেবে তাঁরা করোনা দুর্যোগে দুর্গত প্রায় ২৫০ জনের খাবারের ব্যবস্থা ছাড়াও আশে পাশের অনেকজনকেই সাথে নিয়ে কাজ করে গেছেন সাহায্যের হাত আরেকটু বাড়িয়ে দেবার জন্য।