মোহাম্মদ সামির ও মিলন হোসেন, আমাদের প্রিয় মামা-ভাগ্নে জুটি। একসাথেই গত মাস স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন করোনাভাইরাস দুর্যোগে দুর্গত মানুষদের সাথে। CSR Window Bangladesh – এর #পাশেআছি উদ্যোগের #KindnessAmbassador গত মাসেই বিতরণ করেছেন ২,৫০০+ রান্না খাদ্য উপহার। চলুন আজ শুনি এঁদের এডভেঞ্চারের গল্প।