ভালো করার জন্য আর কিছু দরকার নেই, সবার শুধু ইচ্ছেটা লাগে।
অভিনেতা, Orunodoyer Torun Dol – এর প্রতিষ্ঠাতা ও CSR Window Bangladesh – এর Kindness Ambassador, জনাব Shahidul Islam Babu ভাই বাল্যবিবাহ থেকে পরিবেশ আন্দোলন – সামাজিক দুরবস্থা দেখলেই তিনি এগিয়ে এসেছেন। চলুন আজ শুনি তাঁর কথা।