একজন অভিজ্ঞ ও সফল সার্জন ও মা হয়েও ডঃ মৌসুমি ইকবাল কাজ করে যাচ্ছেন তাঁর আশে পাশের মানুষ ও সমাজের জন্য। তিনি শত ব্যস্ততার মাঝেও CSR Window Bangladesh – এর একজন #FoodFighter, তাঁর এলাকায় রান্না খাবার তৈরি করে সাহায্য করে যাচ্ছেন করোনা দুর্যোগে দুর্গত ও অভুক্ত মানুষের পাশে দাঁড়াতে।
তিনি হাসপাতাল, বাসা ও তাঁর সামাজে কিভাবে মানুষের সাহায্য করে যাচ্ছেন? চলুন শুনি আজ তাঁর গল্প।