“আমি এত কিছু চিন্তা করি নি, শুধু জানতাম যে ওনাকে হেল্প করতে হবে।”
আর কেউ এগিয়ে না আসলেও এগিয়ে যান তিনি। CSR Window Bangladesh – এর Kindness Ambassador ও Songkolpo Foundation এর General Secretary নুরুন্নাহার আক্তার। এত কম বয়সেও বেশ কিছু বছর তিনি স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন তাঁর চারপাশের মানুষের জন্য। কেন তিনি আজও সকল বাধা পেরিয়ে, নিজের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন?