চলুন কথা বলি একজন “সিরিয়াল ভলান্টিয়ারের” সাথে, যার স্কুলজীবনেই ভলান্টিয়ার কার্যক্রম শুরু হয় কুড়িগ্রামে, বন্যার সময়। রাঙ্গামাটিতে পাহাড় ধসের দুর্যোগে সহযোগিতা করেন। আজকের করোনা দুর্যোগে আক্রান্ত হাজারো মানুষের জন্য নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় মানুষ ও CSR Window Bangladesh-এর Kindness Ambassador, Mahin Abdullah।
টাকা পয়সা ছাড়া ঘুরতে ও আড্ডা দিতে ভালবাসেন তিনি। চলুন তাঁর সাথেই কিছুক্ষণ আড্ডায় মেতে উঠি